রোববার,

০১ অক্টোবর ২০২৩,

১৬ আশ্বিন ১৪৩০

রোববার,

০১ অক্টোবর ২০২৩,

১৬ আশ্বিন ১৪৩০

Radio Today News

খালেদার বিরুদ্ধে ৩ বিদেশি কর্মকর্তাকে সাক্ষ্য দিতে অনুমতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
খালেদার বিরুদ্ধে ৩ বিদেশি কর্মকর্তাকে সাক্ষ্য দিতে অনুমতি

নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ৩ বিদেশিকে আসার অনুমতি দিয়েছেন আদালত। মামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেষ্টিগেশন, এফবিআই-এর এক কর্মকর্তা ও কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তাকে সাক্ষি হিসেবে আনার এই অনুমতি দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত।

রবিবার (১৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কারাগার সংলগ্ন বিশেষ আদালতের বিচারের কার্যক্রম শুরু হলে এ্যার্টনি জেনারেল এম আমিন উদ্দিন সাক্ষিদের আনার বিষয়ে যুক্তি তুলে ধরেন। 

বেগম জিয়ার পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম বিদেশি কাউকে সাক্ষি হিসেবে আনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরনে। পরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান বিদেশিদের আনার আবেদন মঞ্জুর করেন। এরপর বাদীকে জেরার জন্য বলেন। আসামিপক্ষের আবেদনে দশ অক্টোবর বাদীকে জেরার জন্য তারিখ নির্ধারণ করে আদেশ দেয় আদালত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের