শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ঢামেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৭, ৮ ডিসেম্বর ২০২৩

Google News
ঢামেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)। টুনো মিয়া (৬০) নামে ওই বন্দি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে মারা যান। তার কয়েদি নম্বর ৫৬/এ

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা যায়, গত ২১ নভেম্বর টুনো মিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

কারা সূত্রে জানা গেছে, টুনো মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার লস্কর মিয়ার ছেলে। তিনি রাজধানীর মিরপুর ও গুলশান থানার মামলার ডাকাতিসহ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের