শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার চিকিৎসকের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪১, ১০ এপ্রিল ২০২৪

Google News
ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার চিকিৎসকের মৃত্যু

কিশোর গ্যাংয়ের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত দন্ত চিকিৎসক কোরবান আলী (৬০) মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান ছেলে আলী রেজা।

কোরবান আলী সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের কবিরুল ইসলামের ছেলে।  পরিবার নিয়ে তিনি পশ্চিম ফিরোজশাহ কলোনির গ্রিন টাওয়ারে থাকতেন।  ষোলশহরে জাহানারা ডেন্টাল কেয়ার নামে তার ব্যক্তিগত চেম্বার রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। পরে পূর্ব ফিরোজ শাহ এলাকায় প্রথম নামাজে জানাজা এবং গ্রামের বাড়ি সন্দ্বীপে দ্বিতীয় জানাজা শেষে সেখানে মরদেহ দাফন করা হবে।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নগরের ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই স্কুলছাত্রকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করার সময় তারা সাহায্য চাইলে ৯৯৯-এ ফোন দেন আলী রেজা। পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। ওইদিন সন্ধ্যায় ইফতারি কিনতে বের হন আলী রেজা। তাকে একা পেয়ে মারধর শুরু করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা। একপর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের ইটের আঘাতে বাবা কোরবান আলী মাথায় গুরুতর আঘাত পান। তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মেডিক্যাল সেন্টার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের