রোববার,

০৬ জুলাই ২০২৫,

২২ আষাঢ় ১৪৩২

রোববার,

০৬ জুলাই ২০২৫,

২২ আষাঢ় ১৪৩২

Radio Today News

খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৭, ৬ জুলাই ২০২৫

Google News
খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী।

জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। নিহতরা হলেন, আশরাফুল আলম (৬০) ও নিহার (৪০)।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানায়  অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।

ওসি জানান, আজ ভোরে সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি বর্তমানে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আমরা মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করবো।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের