বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫,

১৮ অগ্রাহায়ণ ১৪৩২

মঙ্গলবার,

০২ ডিসেম্বর ২০২৫,

১৮ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৯, ২ ডিসেম্বর ২০২৫

Google News
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে হাইকোর্টের রুল

বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ১৯৯১ সালে প্রণিত বাড়ি ভাড়া সংক্রান্ত আইন দ্রুত কার্যকরের নির্দেশনা চাওয়া হয়েছে।

তিনি জানান, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী, প্রতি এলাকার শহর পরিচালনা কর্তৃপক্ষ সময়ে সময়ে বাড়িভাড়া নির্ধারণ করে দেওয়ার নিয়ম রয়েছে।

এক্ষেত্রে বাড়ির মান, আয়তন, সংযোগ সড়ক ও অন্যান্য সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বের বিভিন্ন শহরে এই নিয়ম রয়েছে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের