বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

বর্ষাকালে চুলের যত্ন

রাফিয়া রহমান

প্রকাশিত: ২২:১৮, ২৯ জুলাই ২০২১

আপডেট: ০৭:৫৫, ১ আগস্ট ২০২১

Google News
বর্ষাকালে চুলের যত্ন

চুল নারীর অন্যতম সৌন্দর্য্য। আর এই সৌন্দর্য্য রক্ষা করতে আমরা প্রতিনিয়ত চুলের যত্ন নিয়ে থাকি। তবে অনেকেরই চুল ঝরে পড়া, রুক্ষ হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়, বিশেষ করে বর্ষামৌসুমে। দেখা গেল, পরিপাটি হয়ে বের হয়েছেন, হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেন। হয়ত কাজের প্রয়োজনে এই ভেজা চুলেই আপনাকে বাইরে থাকতে হবে লম্বা সময়। এতে চুলের বেশ ক্ষতি হয়। আর এ কারনেই বর্ষা মৌসুমে চুলের একটু বেশিই  যত্ন নিতে হবে। আপনার হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই হেয়ার প্যাক তৈরি করে বাড়তি যত্ন নিতে পারবেন। 

যা যা লাগবে
১. টকদই
২. অ্যালোভেরাজেল
৩. লেবুর রস
৪. অলিভ অয়েল

যেভাবে করবেন
-প্রথমে টকদই, অ্যালোভেরাজেল, লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে ভালোভাবে প্যাক বানিয়ে নিন।
-এরপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন।
-১ ঘন্টা পর ভালোভাবে চুল শ্যাম্পু করে নিন।

এ প্রক্রিয়ায় চুলের যত্ন নিলে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়া কমবে এবং চুল আরও প্রাণবন্ত দেখাবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের