শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

অল্পতেই নখ ভেঙে যাচ্ছে? পরিচর্যা করুন ঘরোয়া উপায়েই

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০৮, ২৬ মার্চ ২০২৩

Google News
অল্পতেই নখ ভেঙে যাচ্ছে? পরিচর্যা করুন ঘরোয়া উপায়েই

নখ ভেঙ্গে গেলে পরিচর্যা করুন ঘরোয়া উপায়েই

প্রতিদিন কাজ সেরে বাড়ি ফেরার পর হয়তো খুব বেশি হলে মুখের যত্নটুকু নেওয়া সম্ভব হয়। এর বাইরে অন্য দিকে তাকানোর বা যত্ন নেওয়ার সুযোগ আসলে হয়ে ওঠে না। লক্ষ্য করা যায় নিজের আঙ্গুলের নখের অর্ধেকটা ভাঙ্গা, হলদেটে নখ ধরা। যা দেখতে মোটেও ভালো লাগেনা।

আজ আমরা জেনে নেব ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিভাবে নখের পরিচর্যা করা যায়:

লেবুর রস

যারা বেশি নেলপালিশ ব্যবহার করে থাকেন তাদের জন্য লেবু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। নখের কনে হলদেটে ভাব দেখা গেলে কিন্তু তা সারানোর জন্য কিছুটা সময় হাতে রাখতেই হবে। একটি লেবু কেটে অর্ধেক টা নিয়ে প্রতিটা নখের উপর ভালোভাবে ঘষতে হবে। টানা এক সপ্তাহ এভাবে ঘষলে ফল পাওয়া যাবে।

নারকেল তেল

নখ শুষ্ক হোক বা তেলতেলে নারকেল তেলের ব্যবহার করা যেতে পারে সব নখেই। নখের উপর এবং চারপাশে ভালোভাবে নারকেল তেল দিয়ে রাখতে পারেন তারপর আলাদা আলাদা করে প্রতিটি আঙুলে কিছুক্ষণ ম্যাসাজ  করতে হবে। এভাবে বারবার ম্যাসাজ  করার পর তখন নখের সঙ্গে তেল মিশে যাবে। হাতের তেলতেলে ভাবও দূর হয়ে যাবে।

মধু 

সামান্য চাপে বা অল্পতেই নখ ভেঙে যায়? সে ক্ষেত্রে বাড়িতে যদি মধু থাকে সেটা দিয়ে নখের উপর লাগানোর অভ্যেস গড়ে তুলতে হবে। এতে করে পানির কাজ যতই করা হোক না কেন তারপরও নখ আর ভাঙবে না।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের