বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

করোনায় মৃতের সংখ্যা ৩ দিন ধরে একশ’র নিচে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:০৮, ৩১ আগস্ট ২০২১

আপডেট: ০১:৩১, ৩১ আগস্ট ২০২১

Google News
করোনায় মৃতের সংখ্যা ৩ দিন ধরে একশ’র নিচে

ফাইল ছবি (রেডিও টুডে)

টানা তৃতীয় দিনের মতো করোনার দৈনিক মৃতের সংখ্যা  গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৯৪ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে নারী ৪৯ জন এবং পুরুষ ৪৫ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ১০৯ জনে।

একইসময়ে শনাক্ত হয়েছেন আরো ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

আজ সোমবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত একদিনে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.০৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৮৬ জনসহ মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন সুস্থ হয়েছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৪৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ২৭ জন, খুলনার ৫ জন, রাজশাহীর ৬ জন, রংপুরের ১ জন, ময়মনসিংহের ৪ জন, বরিশালের ১ জন এবং সিলেট বিভাগের ৭ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে চলতি বছরের ৫ এবং ১০ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু এবং ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ নতুন রোগী শনাক্ত হয়েছিল।

রেডিওটুডে নিউজ/ইকে/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের