বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিনামূল্যে চালু হলো ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০২, ২৪ মার্চ ২০২৩

Google News
বিনামূল্যে চালু হলো ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন

জনসাধারণকে বিনামূল্যে সেবা প্রদানসহ নগদ টাকার ব্যবহার কমাতে ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই), মাইক্রো-মার্চেন্ট ও স্বল্প আয়ের জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ছোট-বড় সব ব্যবসায়ীদের লেনদেন প্রযুক্তি নির্ভর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে ব্যবসায়ীরা দিনে যত খুশি তত পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন। এ ছাড়া জনসাধারণকে বিনামূল্যে পরিশোধ সেবা প্রদানের লক্ষ্যে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ‘বাংলা কিউআর’ সংক্রান্ত ব্যয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) খাতে দেখাতে পারবে।

এতে ২০২৭ সালের মধ্যে দেশের সব লেনদেনের ৭৫ শতাংশ অনলাইন মাধ্যমে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের