শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

লেবাননে শান্তি মিশনের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে ৭৫ নৌসেনা

চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০১:০০, ১৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০১:১৭, ১৬ সেপ্টেম্বর ২০২১

Google News
লেবাননে শান্তি মিশনের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে ৭৫ নৌসেনা

ছবি: আইএসপিআর

লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে বুধবার চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল।

দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান নৌবাহিনী চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক। এসময় নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ৭৫ জন নৌসেনা বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১২) এর আওতায় লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস সংগ্রামে যোগদান করবেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ জনের আরেকটি দল লেবাননে যায়।

ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে বলে নৌবাহিনী সূত্রে জানাগেছে।

রেডিওটুডে নিউজ/এসএন/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের