
আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে অর্থায়নের উৎস হিসেবে বিভিন্ন খাতের কথা উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বেশি অর্থ আসবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে।
পরিচালন ও উন্নয়ন বাজেটের অর্থায়নের উৎস হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে আসবে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা মোট আয়ের উৎসের ৫৬.৪ শতাংশ। এরপর সবচেয়ে বেশি অর্থ আসবে অভ্যন্তরীন ঋণ থেকে। এখান থেকে আসবে ২০.৫ শতাংশ।
এরপর যথাক্রমে বৈদেশিক ঋণ থেকে ১৩.৫ শতাংশ, কর ব্যতীত প্রাপ্তি থেকে ৬.৬ শতাংশ এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভুত কর থেকে ২.৬ শতাংশ অর্থ আসবে।
এ নিয়ে টানা ১৫ বার বাজেট অধিবেশন হলো আওয়ামী লীগ সরকারের আমলে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।
রেডিওটুডে নিউজ/মুনিয়া