
১১ দফা দাবি নিয়ে বিক্ষোভে প্রতিবন্ধী ব্যক্তিরা
প্রতিবন্ধী ব্যক্তিরা আজ রোববার ১১ দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। প্রতিবন্ধীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের সড়কে আজ সকাল ১০টার দিকে জড়ো হন।
সংক্ষুব্ধ প্রতিবন্ধী নাগরিক সমাজের ব্যানারে সম্মিলিতভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা বেলা ১১টার দিকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা।
এদিকে দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের বাধা অতিক্রম করে কয়েকজন প্রতিবন্ধী এগিয়ে যেতে গেলে তাঁদের আবারও বাধা দেয় পুলিশ।
পরবর্তীতে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন তারা।২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রকাশিত ভাতা এবং শিক্ষাবৃত্তির বরাদ্দ বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা।
এস আর