`জাওয়ান` সিনেমার পোস্টার
বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা বেশ। প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি। মুক্তির পাঁচ দিন পর আবেদন কমেনি সামান্যও। এরইমধ্যে আয়ের ঘরে জওয়ান তুলে নিয়েছে ৫০০ কোটি। এবার এই ছবির ওটিটি স্বত্ত্ব চড়া দামে কিনে নিয়েছে নেটফ্লিক্স।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর পর থেকে দক্ষিণি ছবির কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ। হলগুলোতে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। তবে খুব শিগগিরই এটি আসবে ওটিটিতে। ২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনেছে ছবির স্বত্ত্ব। কবে থেকে ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এ সিনেমা, তা অবশ্য এখনও জানানো হয়নি।
অ্যাটলি নির্মাণ করেছেন 'জাওয়ান’ সিনেমাটি। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোনও।
রেডিওটুডে নিউজ/এসবি