শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ঈমানের ভিত্তি মজবুতে প্রিয় নবীকে অন্তর থেকে ধারণ করতে হবেঃ তাপস

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩

Google News
ঈমানের ভিত্তি মজবুতে প্রিয় নবীকে অন্তর থেকে ধারণ করতে হবেঃ তাপস

বক্তব্য রাখছেন মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, "ঈমানের ভিত্তি মজবুত করতে হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে।"

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত এক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "আমাদের ৪ কালেমার প্রথম কালেমা হলো কালেমা তাইয়্যেবা। সেটা- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। সেটির দুটো অংশ, একটি অংশ হলো- লা ইলাহা ইল্লাল্লাহু আরেকটি মুহাম্মাদুর রাসুলুল্লাহ। এই দুটি অংশের সংমিশ্রণ ছাড়া কালেমা হয় না। আর কালেমা হলো ঈমানের সবচেয়ে বড় অঙ্গ। ঈমানের সবচেয়ে বড় অঙ্গ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে দেখা যায়- আল্লাহ রাব্বুল আলামীন আমাদের স্রষ্টা। তার কোনো শরিক নেই। একইসাথে নবীজীর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাঁকে আমাদের অন্তরের অন্তঃস্থল হতে ধারণ করতে হবে।"

১২ রবিউল আউয়ালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মেয়র বলেন, "ঈদে মিলাদুন্নবী (সা.) অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবীজীর জীবনী থেকে, শিক্ষা থেকে, জীবন-সংগ্রাম থেকে, কর্ম থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারব, আমরা প্রকৃত মুসলমান হিসেবে ততই সঠিক পথে চলতে পারব।"

এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করে মেয়র তাপস বলেন, "বিগত দুই বছরও আমরা এই আয়োজন করেছি। আল্লাহর অশেষ রহমতে এ বছরও আয়োজন করতে পেরেছি। ইনশাআল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রত্যেক বছরই এই আয়োজন অব্যাহত রাখবে।"

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এসময় জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান মেয়র তাপস।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনু, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের