সোমবার,

২০ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সোমবার,

২০ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

দখল নয়, শিশুদের অনুরোধেই বসানো হচ্ছে টার্ফ: মেয়র আতিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৫, ৯ মে ২০২৪

Google News
দখল নয়, শিশুদের অনুরোধেই বসানো হচ্ছে টার্ফ: মেয়র আতিক

গুলশান-২ এলাকায় অবস্থিত তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের একটি অংশে তৈরি করা হচ্ছে আর্টিফিশিয়াল টার্ফের ফুটবল মাঠ। এতে অভিযোগ উঠেছে পার্ক অবৈধভাবে দখল করে মাঠ তৈরি করছে গুলশান ইয়ুথ ক্লাব।তবে এমন অভিযোগ সঠিক নয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বরং শিশুদের অনুরোধেই পার্কে টার্ফের মাঠ করা হচ্ছে।

তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে বর্ষাকালে ফুটবল খেলা কঠিন। কাদার কারণে সারা বছর সেখানে ফুটবল খেলা যায় না। তবে এই টার্ফের কারণে সারা বছরই সেখানে শিশুরা ফুটবল খেলতে পারবেন বলে জানিয়েছেন মেয়র আতিক। তিনি বলেন, ‘তাজউদ্দিন পার্ক দখল হচ্ছে না। বরং এলাকার ছেলে-মেয়েরা তাদের অভিভাবকসহ আমার কাছে এসে বলেছিল আমাদের একটা আন্তর্জাতিক মানের টার্ফ করে দেন, যেন আমরা সারা বছর ফুটবল খেলতে পারি। কারণ এখানে বৃষ্টির দিনে ফুটবল খেলা যায় না। তারা সারা বছর ফুটবল খেলতে চায়। তারা যেন সারা বছর ফুটবল খেলতে পারে, তাই ছোট করে তাদের জন্য আন্তর্জাতিক মানের টার্ফের মাঠের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ’

‘দুই দলে পাঁচ জন করে ভাগ হয়ে এই টার্ফের মাঠে ম্যাচ খেলতে পারবে। টার্ফের জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে যেন বর্ষাকালেও খেলা চলতে পারে। আমি এবং আমার সকল কাউন্সিলর সকলেই দখলের বিরুদ্ধে পরিবেশ রক্ষার পক্ষে। এখানে পার্ক দখল হওয়ার কোনও প্রশ্নই আসে না। ’ 

গুলশান এলাকার একমাত্র ক্রীড়া সংগঠন হিসেবে সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে গুলশান সেন্ট্রাল পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ও পরিচালনা করে আসছে গুলশান ইয়ুথ ক্লাব। প্রতিষ্ঠালগ্নে শুধুমাত্র ক্রীড়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে পর্যায়ক্রমে স্পোর্টস ক্লাবের পাশাপাশি এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবামূলক সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।  

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের