শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৭, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ০১:৩৩, ২৬ নভেম্বর ২০২১

Google News
নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ

রাজধানীর জিপিও এলাকায় বিক্ষোভ করছে নটরডেম ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনে শিক্ষার্থী বিক্ষোভ দানা বেধে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করায় নগরজুড়ে স্থবিরতা দেখা দিয়েছে। প্রায় ভেঙ্গে পড়েছে পরিবহন ব্যবস্থা। এতে শহরবাসীদের জীবনে নতুন করে ভোগান্তি দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মতিঝিল এলাকায় প্রথমে বিক্ষোভ শুরু করে সহপাঠী হারানো নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এসময় শাপলা চত্তরসহ আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। এরপরে তারা মিছিল নিয়ে শিক্ষার্থী নিহতের স্থান গুলিস্তানের জিপিও এলাকায় চলে আসে। সেখানে আগে থেকেই কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে আসছিলো। শিক্ষার্থীরা প্রকৃত অপরাধীর ফাঁসিসহ বেশ কয়েক দফা দাবি বেধে দিয়েছে। 

একই দাবিতে রাজধানীর শান্তিনগর এলাকায় বিক্ষোভ করছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দুপুরের দিকে তারা শান্তিনগর মোড়ে অবস্থান নিলে এ সড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজ ও হলিক্রসের শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। 

রাজধানীর গুলিস্তান গোলচত্বরে হল মার্কেটের সামনে বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় ডিএসসিসি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান (১৭) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের শিক্ষার্থী।

ওই ঘটনার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে দুর্ঘটনায় জড়িত প্রকৃত আসামির বিচারের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

রেডিওটুডে নিউজ/এমএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের