বাংলাদেশ সম্প্রতি আমদানি পণ্যের শুল্ক ও করহার ধীরে ধীরে হ্রাসের উদ্যোগ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বাণিজ্য সংলাপের প্রস্তুতিও নিচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। এদিন বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন তিনি।
বাজেট বক্তৃতায় তিনি অর্থনৈতিক কাঠামোর বিভিন্ন দুর্বলতার বিষয় তুলে ধরেন। বিশেষভাবে আর্থিক খাতে আগের সরকারের সময়ে সংঘটিত ‘নজিরবিহীন লুটপাট ও দুর্নীতির’ কারণে দেশের ব্যাংকিং খাতের নাজুক অবস্থা সম্পর্কে স্পষ্ট চিত্র তুলে ধরেন।
ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ‘বিগত সময়ে খেলাপি ঋণ ব্যাপক হারে বৃদ্ধি পেলেও তা বারবার পুনঃতফশিল করে আসল চিত্র আড়াল করা হয়েছে। তবে বর্তমান সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লোন-লিজ শ্রেণিবিন্যাস (Loan Lease Classification) এবং প্রভিশনিং পদ্ধতি অনুসরণ করেছে।’
তিনি আরও বলেন, ‘এই কারণে ২০২৩ সালের জুন মাসে যেখানে খেলাপি ঋণের হার ছিল ১০.১১ শতাংশ, তা ২০২৪ সালের ডিসেম্বর মাসে বেড়ে দাঁড়িয়েছে ২০.২০ শতাংশে। এর মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত চিত্র সামনে এসেছে।’
অর্থ উপদেষ্টা জানান, ব্যাংকগুলোর প্রকৃত সম্পদমান যাচাইয়ে বর্তমানে Asset Quality Review (AQR) কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংক ব্যবস্থার স্বাস্থ্য যাচাই এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণে সহায়ক তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বাজেটে কোন খাতে কত বরাদ্দ থাকবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে তুলে ধরা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
রেডিওটুডে নিউজ/আনাম

