সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চলতি মাসেই জাতীয় সনদ তৈরির ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৯, ২০ জুলাই ২০২৫

Google News
চলতি মাসেই জাতীয় সনদ তৈরির ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুতির ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এসব কথা জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

তিনি বলেন, দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ নিয়ে কমিশনের সিদ্ধান্ত কিছু বিষয়ে আলোচনা বাকি থাকায় দ্রুতই চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। এছাড়া, চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের