মেট্রোরেলে উদ্দেশ্যবিহীন প্রবেশে ১০০ টাকা কাটা হবে

বৃহস্পতিবার,

২৩ অক্টোবর ২০২৫,

৭ কার্তিক ১৪৩২

বৃহস্পতিবার,

২৩ অক্টোবর ২০২৫,

৭ কার্তিক ১৪৩২

Radio Today News

মেট্রোরেলে উদ্দেশ্যবিহীন প্রবেশে ১০০ টাকা কাটা হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৯, ২২ অক্টোবর ২০২৫

Google News
মেট্রোরেলে উদ্দেশ্যবিহীন প্রবেশে ১০০ টাকা কাটা হবে

ভ্রমণের উদ্দেশ্যে ছাড়া কেউ মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে তার ‘র‌্যাপিড পাস’ থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এখন থেকে যাত্রা না করেই কনকোর্স এলাকায় প্রবেশ করা যাবে না। কেউ যদি র‌্যাপিড পাস স্ক্যান করে প্রবেশ করেন, তবে সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

একজন মেট্রোরেল কর্মকর্তা জানান, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি একই স্টেশন থেকে প্রবেশ করে পুনরায় একই স্টেশন দিয়েই বেরিয়ে আসেন, অর্থাৎ ট্রেনে না ওঠেন, তাহলে তার র‌্যাপিড পাস থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে।

ডিএমটিসিএল-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ম ২০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

এর আগে যাত্রা না করেও যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থান করার সুযোগ ছিল, এবং সে ক্ষেত্রে কোনো অর্থ কাটা হতো না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের