সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি বলেছেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ (রোববার, ২৬ অক্টোবর) সকালে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সেনা সদস্যসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরব উজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন। দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সেনাপ্রধান বলেন, কোর অব ইঞ্জিনিয়াররা সর্বদা কৃতিত্বের স্বাক্ষর রাখছে দেশ ও বিদেশে। বিদেশের মাটিতে রাস্তা, কালভার্ট নির্মাণসহ অবকাঠামো নির্মাণে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে যত বড় বড় কাজ হয়েছে, অবকাঠামো থেকে শুরু ব্রিজ, কালভাট এই কোর নির্মাণ করেছে। এসব কাজ সেনাবাহিনীর মান মর্যাদা বৃদ্ধি করে চলেছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরবর্তীতে তিনি বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এসময় অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফসহ সেনাবাহিনীর সব ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডাররা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

