দলীয় প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে: সিইসি

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

১৯ নভেম্বর ২০২৫,

৫ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

দলীয় প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে: সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৩, ১৯ নভেম্বর ২০২৫

Google News
দলীয় প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে: সিইসি

নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দীন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের চতুর্থ দিনে আজ (বুধবার, ১৯ নভেম্বর) তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে দলগুলোর ইতিবাচক ভূমিকা প্রয়োজন।’ একইসঙ্গে দলীয় প্রার্থীদেরও আচরণবিধি মেনে চলতে হবে বলে মন্তব্য করেন সিইসি।

আজ নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অংশ নেয় জামায়াত, এনসিপিসহ ৬টি রাজনৈতিক দল। সংলাপের প্রথম পর্বে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির অভিযোগ করে বলেন, ‘আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় ভুগছে।’ তার দাবি, আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে এখনও অনেক সংশয় রয়েছে।

সিইসি বলেন, ‘শুধু নির্বাচন কমিশনই নয়, সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।

তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা চললেও, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের (ইআরএসসি) কাজের কারণে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করতে কিছুটা দেরি হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ চলমান থাকায় এবং জাতীয় নেতৃবৃন্দ অনেকেই সেই আলোচনায় ব্যস্ত থাকায়, ইসি সমান্তরালভাবে আরেকটি আলোচনা চালাতে চায়নি।

এছাড়া সংলাপে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রবাসীরা গণভোটে কীভাবে ভোট দেবেন, তা স্পষ্ট নয়।’ তিনি প্রতি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের দাবিও জানান।

সংলাপে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব করেন মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. তাসনিম জারা।

বিকেলে দ্বিতীয় পর্বের সংলাপে অংশ নেবে বিএনপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যসহ আরও ছয়টি রাজনৈতিক দল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের