শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আইসিটি রপ্তানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২

আপডেট: ০৩:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Google News
আইসিটি রপ্তানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী 

ফাইল ছবি

২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এছাড়া আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, তাঁদের কাজে লাগাতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জনে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি সামিরা জুবেরি হিমিকা এবং সহসভাপতি আবু দাউদ খান ও ফাহিম হাসান।  

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের