বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

সরকার শিক্ষার মূল খোলস পরিবর্তন করতে চায়: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

সরকার শিক্ষার মূল খোলস পরিবর্তন করতে চায়: মির্জা ফখরুল

এখনকার পাঠ্যপুস্তকের মধ্য দিয়েই সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব পাঠ্যপুস্তক বাতিল করতে হবে বলে দাবি জানান তিনি।

সরকারের সকল অনৈতিক কাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নয়তো বাইরের থেকে স্যাংশন দিয়ে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পাঠপুস্তকে ভুলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্যাঠ্য পুস্তকের কারিকুলামে মিথ্যা তথ্য দেয়ায় জাতির সামনে আসল সত্য বের হয়েছে। সরকার শিক্ষার মূল খোলস পরিবর্তন করতে চায়। সরকারের পরিবর্তনের ফলে শুধু শিক্ষানীতি পরিবর্তন হচ্ছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিলের আহ্বান জানান ফখরুল।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের