সোমবার,

১২ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

বাধ্য হয়ে রমজানে কর্মসূচি দিয়েছি : মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৬, ২৪ মার্চ ২০২৩

Google News
বাধ্য হয়ে রমজানে কর্মসূচি দিয়েছি : মির্জা  ফখরুল

দেশের বর্তমান পরিস্থিতিতে রমজান মাসেও কর্মসূচি দিতে বাধ্য হয়েছি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রমজানে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, তাতে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ কষ্টে দিনাতিপাত করছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। সবকিছু মিলিয়ে রমজানেও বিএনপির আন্দোলন চলমান থাকবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের