দেশে ফেরার দ্বিতীয় দিনে জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধি ও সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধিতে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তারেক রহমান।
এ সময় তার সঙ্গে থাকবেন দলের নেতাকর্মীরা। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি, জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এবং চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবারও তার দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তারেক রহমান। এরপর ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

