
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি ওই ভোটে দাঁড়াব না, যে ভোটে ভোটাররা ভোট দিতে পারবে না। সব ভোটাররা যখন নির্বিঘ্নে ভোট দিতে পরবে, আমি ওই ভোটে দাঁড়াব। এটা আমার বোনকেও (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছি।’
আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় আওয়ামী লীগের সমালোনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘নৌকাওয়ালারা একটু সাবধান হন, মানুষকে সম্মান করার চেষ্টা করেন। মনে রাখবেন- গাঁজার নৌকা পাহাড় দিয়ে চলে, ভালো নৌকা পানি ছাড়া চলে না।’
গত নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টে যাওয়ার ব্যাপারে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ড. কামাল হোসেনকে নেতা মেনে তার জোটে যোগ দেওয়া। প্রকৃতপক্ষে তিনি কোনো নেতা নন।’
কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জিয়া (বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান) ভাই মুক্তিযোদ্ধা না, এ কথা বললে আমি মেনে নেব না। আওয়ামী লীগের অনেকেই বলেন- উনি বঙ্গবন্ধুকে খুন করেছেন, খুনে সহযোগিতা করেছেন অথবা জানতেন- এগুলো মুখে না বলার চাইতে মামলা করে উনাকে মরণোত্তর ফাঁসি দেন তাতেও আপত্তি নেই, কিন্তু তিনি মুক্তিযোদ্ধাই না, পাকিস্তানের এজেন্ট- এসব কথা বলে মুক্তিযুদ্ধকে ছোট করা ভালো না।’
রেডিওটুডে নিউজ/মুনিয়া