
পেঁয়াজ রপ্তানি বন্ধ করা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আলোচনা করে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন কাদের।
বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, 'দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, আমরা বিচলিত নই। বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির অশুভ পরিকল্পনা তাদের রয়েছে। দুর্ভিক্ষ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি মোকাবিলায় রাজনৈতিক দৃঢ়তাও আমাদের আছে। প্রধানমন্ত্রীও যথেষ্ট সক্রিয়।'
কাদের জানান, মানবাধিকার দিবসে বিএনপি কর্মসূচির নামে নাশকতা করার পরিকল্পনা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করতে সজাগ থাকবে আওয়ামী লীগ।
রেডিওটুডে নিউজ/আনাম