মঙ্গলবার,

২১ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মঙ্গলবার,

২১ মে ২০২৪,

৬ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

দীর্ঘ ছয় মাস পর আজ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৬, ১০ মে ২০২৪

আপডেট: ১০:৫৬, ১০ মে ২০২৪

Google News
দীর্ঘ ছয় মাস পর আজ নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

দীর্ঘ ছয় মাস পর ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি। এ জন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর আর কোনো সমাবেশ করেনি বিএনপি। তবে দলটির দুটি অঙ্গ সংগঠন পৃথক সমাবেশ করে।

এ ব্যাপারে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত যুগ্ম কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, প্রত্যাশা করছি পুলিশের সহযোগিতা পাব। তাঁর সঙ্গে ডিএমপি কার্যালয়ে যান বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের