
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবেশ ও পরিস্থিতির প্রেক্ষিতে, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। সোশ্যাল মিডিয়াকে এখন গুজব ও অপপ্রচারের অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাই সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন পলক।
পলক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিদেশ থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা-গুজব তথ্য বুস্ট করা হচ্ছিল। আমাদের দেশের তথা দেশের নাগরিকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করা হয়েছে।
পলক আশা করেন দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক হবে। তিনি বলেন, ‘যখন আইনশৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা আশঙ্কা থেকে মুক্ত হতে পারব; খুব অল্প সময়ের মধ্যে সংযোগ দেওয়া হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম