বুধবার,

১৮ জুন ২০২৫,

৪ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৮ জুন ২০২৫,

৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

আন্দোলনকারীরা চাইলে এখনই আলোচনায় বসবে সরকার: আইনমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৮, ১৮ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৪২, ১৮ জুলাই ২০২৪

Google News
আন্দোলনকারীরা চাইলে এখনই আলোচনায় বসবে সরকার: আইনমন্ত্রী

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা চাইলেই আলোচনায় বসতে রাজি সরকার। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সংসদ ভবনের টানেলে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো।  

এসময় তিনি বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ সংক্রান্ত মামলার শুনানির জন্য আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানি এগিয়ে আনা যায়।

আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।

কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।’

কোটা আন্দোলন চলাকালে সারাদেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় ৬ জনের মৃত্যু ঘিরে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের