বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৮ কার্তিক ১৪৩১

Radio Today News

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-নাশকতার ১১ মামলা হাইকোর্টে বাতিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৩, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:০৪, ৩০ অক্টোবর ২০২৪

Google News
খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-নাশকতার ১১ মামলা হাইকোর্টে বাতিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার অভিযোগে দায়ের করা ১১টি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার জয়নাল আবেদীন। এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

আইনজীবীরা বলেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি ও দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল বা চার্জশিটে তার নাম ঢুকানো হয়। দীর্ঘদিন থেকে হাইকোর্টের আদেশে এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১১ মামলা বাতিল করলেন হাইকোর্ট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের