শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আগামী ৮ নভেম্বরের শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় বিএনপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৫, ৫ নভেম্বর ২০২৪

Google News
আগামী ৮ নভেম্বরের শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় বিএনপি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৮ নভেম্বর রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি। এই শোভাযাত্রায় বড় জমায়েত করতে চায় দলটি। এ লক্ষ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটি গতকাল সোমবার প্রস্তুতি সভা করেছে। মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় অংশ নেন।

দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতিসভা শেষে সংবাদ সম্মেলন করেন জাহিদ হোসেন। তিনি বলেন, ৮ নভেম্বরের শোভাযাত্রা হবে সুশৃঙ্খল ও আড়ম্বরপূর্ণ, যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তর শোভাযাত্রা হবে।

দিবসটির কর্মসূচির দিকনির্দেশনা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করা হবে। ঢাকার বাইরে বিভিন্ন জেলা ও মহানগরে শোভাযাত্রা হবে।

এ ছাড়া ৬ নভেম্বর আলোচনাসভা, ৭ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের