শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সহনশীল হয়ে সংস্কার কাজে আমাদের সময় দিতে হবে সরকারকে: ফখরুল 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৯, ১২ নভেম্বর ২০২৪

Google News
সহনশীল হয়ে সংস্কার কাজে আমাদের সময় দিতে হবে সরকারকে: ফখরুল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারকাজ সম্পন্ন করতে সময় দিতে হবে যাতে করে সরকার অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারে। এই সরকার ঠিকভাবেই শুরু করেছে। সহনশীল হয়ে সংস্কার কাজে আমাদের সময় দিতে হবে সরকারকে। আমরা আশা করবো এই সরকার একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে সক্ষম হবে। তাহলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারে বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। বিষয়টি রাজপথে না নিয়ে আলোচনা করে সমাধান করা যেতে পারে। 

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম আয়োজন এটি। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের