শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

শনিবার,

১২ জুলাই ২০২৫,

২৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭:০৮, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:৫৭, ২৫ নভেম্বর ২০২১

Google News
খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে যুবদলের বিক্ষোভ

ফাইল ছবি

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদি যুবদল।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল বুধাবার (২৪ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসা ইস্যুতে সারা দেশে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশেই পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি।

এদিকে ২৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া মাহফিল হবে। একইভাবে মন্দির-প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।

স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৮ নভেম্বর সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকায় এ বিক্ষোভ সমাবেশ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ৩০ নভেম্বর বিএনপির উদ্যোগে বিভাগীয় শহরগুলো সমাবেশ করা হবে। ১ ডিসেম্বর ছাত্রদলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।

মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ২ ডিসেম্বর। কৃষক দলের উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে ৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর মহিলা দলের উদ্যোগে মৌন মিছিল করা হবে।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন