বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন: ফয়জুল করীম 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫, ১১ জুলাই ২০২৫

Google News
জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন: ফয়জুল করীম 

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সংস্কার, বিচার ও নির্বাচন– এই তিন দাবিকে সামনে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। শুধু নেতা আর দলের পরিবর্তন হলেই দেশে শান্তি আসবে না। প্রশাসনকে এখনও ঢেলে সাজানো হয়নি। আমরা শুধু চেহারার পরিবর্তন করি, হাত বদল করি। চাঁদাবাজ পরিবর্তন করি।

তিনি বলেন, চরিত্রবান লোক চেয়ারে না বসা পর্যন্ত এদেশে কোনো নীতি ও আদর্শের প্রতিফলন ঘটবে না। বুধবার সন্ধ্যায় কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ গঠনে উত্তম পদ্ধতি পিআর নির্বাচন। সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল আদর্শের মানুষ সংসদে যেতে পারবে। তাহলে সর্বজনীন সংসদ হবে। রাস্তায় হরতাল করতে হবে না। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের মানুষ ব্যবসা করতে পারছে না। মা-বোন ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। ‘বিএনপির কী গুণ? ৯ মাসে দেড়শ খুন; চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে’। এটি দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম। আমরা চাই এদেশ শান্ত হোক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিবেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। আমরা মনে করি, স্থানীয় নির্বাচন আগে করে দেখা উচিত। যদি দেখি স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে; তাহলে মনে করব জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। 

কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় গণসমাবেশের আয়োজন করে কুমারখালী ও খোকসা উপজেলা ইসলামী আন্দোলন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ ফয়জুল করীম। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ও খোকসা উপজেলার সভাপতি আনোয়ার খাঁন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের