বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

শতবছর অপেক্ষা করলেও জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাবে না: হাবিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২১, ৭ আগস্ট ২০২৫

Google News
শতবছর অপেক্ষা করলেও জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যাবে না: হাবিব

শতবছর অপেক্ষা করলেও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামায়াতে ইসলামী আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব বলেন হাবিবুর রহমান হাবিব। “জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা” শীর্ষক এই গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল-বিসিআরসি।

এসময় হাবিবুর রহমান হাবিব আরও বলেন, জামায়াতে ইসলামী যদি নির্বাচন বানচালের পায়তারা করে তাহলে, বাংলাদেশের মানুষ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে।

হাবিব বলেন, জামায়াতে ইসলামী ৭১-এ এক পাকিস্তান বহাল তবিয়তে রাখতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনই অন্যদের নিয়ে নির্বাচন বানচালের যে পায়তারা তারা করছে তাতেও ব্যর্থ হবে।

তিনি বলেন, এক মেয়ের কথা আমার ভালো লেগেছে- আওয়ামী লীগকে উৎখাত করেছি বলে যে রাজাকাররা তাদের যায়গা দখল করবে, এমনটা হতে দেয়া হবে না।

১২ ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত বলেও জানান  বিএনপির এই নেতা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের