শনিবার,

২০ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

শনিবার,

২০ সেপ্টেম্বর ২০২৫,

৫ আশ্বিন ১৪৩২

Radio Today News

পিআর ও আসনভিত্তিক দুই পদ্ধতিতেই নির্বাচন হওয়া দরকার: বদিউল আলম মজুমদার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৭:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

Google News
পিআর ও আসনভিত্তিক দুই পদ্ধতিতেই নির্বাচন হওয়া দরকার: বদিউল আলম মজুমদার

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা মনে করি আসনভিত্তিক ও পিআর দুটি পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হওয়া দরকার। আমরা এ বিষয়ে সংস্কারের প্রস্তাব করেছি। নির্বাচন সঠিক সময়ে হবে। নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন হতে হবে।

নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে। তার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ প্রশস্ত হবে। পিআর পদ্ধতি এবং আসনভিত্তিক পদ্ধতি দুটিতেই কিছু ত্রুটি এবং ইতিবাচক দিক রয়েছে। তারপরও দুটি পদ্ধতি দরকার। গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব বলে আশাবাদী। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন সুজনের মেহেরপুর জেলা শাখার সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ এস এম সায়েম পল্টু, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভট্ট, বিএনপি নেতা আব্দাল হক। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট, সুজন, পিএফজি, নারী নেটওয়ার্ক, ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের