
শুক্রবার উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশে অনুষ্ঠিত সভায় উচ্চ-তেল এবং উচ্চ-ফলনশীল সয়াবিনের জাতগুলোর একটি সংগ্রহ প্রদর্শিত হয়।
চিলিনের ওই সভায় প্রদর্শিত নতুন প্রজাতিতে তেলের পরিমাণ ২২ শতাংশ বেশি। সভায় বেইজিংয়ের তাবেইনং বায়োটেকনোলজি কোম্পানি তাদের উদ্ভাবিত নতুন জাত মাইয়ু ৫১১ উপস্থাপন করে। এটি উত্তরাঞ্চলে বসন্তকালীন রোপণের জন্য উপযুক্ত।
এতে তেলের পরিমাণ ২৩.৬৯ শতাংশ বেশি। নতুন এ জাতে প্রতি হেক্টরে চাষের খরচ প্রায় ১০০ ইউয়ান সাশ্রয় হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফয়সল/নাহার
রেডিওটুডে নিউজ/আনাম