
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড’ চট্টগ্রাম ইপিজেডে ব্লুটুথ ও তারযুক্ত হেডফোন এবং ডেটা ক্যাবল তৈরির কারখানা স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বেপজার সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক লি ফানফান বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর করেন।
ডিরেকশন টেকনোলজি এই প্রকল্পে ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এর ফলে ৪৭৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
রেডিওটুডে নিউজ/আনাম