
নতুন ওষুধ উন্নয়নে চীন এখন বিশ্বে দ্বিতীয় অবস্থানে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে যে সব নতুন ওষুধের ওপর গবেষণা চলছে, তার ২০ শতাংশেরও বেশি চীনে তৈরি হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোয় চীনের উদ্ভাবিত বেশ কিছু ওষুধ, বিশেষ করে ক্যানসারের ওষুধ বাজারজাত করার অনুমোদন পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জানুব্রুটিনিব, যার বাণিজ্যিক নাম ব্রুকিনসা।চীনা বায়োটেক কোম্পানি বেইজিন এটি উদ্ভাবন করেছে। এটি একটি শক্তিশালী বিটিকে ইনহিবিটর, যা মার্কিন ওষুধ ইব্রুটিনিবের তুলনায় বেশি কার্যকর ও নিরাপদ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে।
ব্রুকিনসা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ ৭৫টি বাজারে অনুমোদন পেয়েছে।
এ ছাড়া চীন নিজস্বভাবে ফোটন কাউন্টিং সিটি স্ক্যানার, সার্জিক্যাল রোবট, ইসিএমও মেশিন ও কৃত্রিম হৃদপিণ্ড তৈরি করেছে। সম্প্রতি চীনের উদ্ভাবিত নাইন-ভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিন চালু করেছে চীন। যা নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সহায়ক হবে।
রেডিওটুডে নিউজ/আনাম