সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার, আবেদন যেভাবে

দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য অনুদান দেবে সরকার। চলতি অর্থবছরের সেপ্টেম্বর-অক্টোবর প্রান্তিকের জন্য এই অনুদানের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার আওতায় চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন।

শিক্ষাসহায়তা ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদান পেতে হলে শিক্ষার্থীদের এ লিংক ক্লিক করে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে আবেদন করতে হবে। শুধুমাত্র দুর্ঘটনায় গুরুতর আহত ও বর্তমানে চিকিৎসাধীন শিক্ষার্থীরাই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, দুর্ঘটনার ঘটনাটি এই অর্থবছরের মধ্যে হতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যে যে কোনো সময়ের হওয়া লাগবে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর চিকিৎসার সার্টিফিকেট, স্থানীয় সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রত্যয়ন, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন আপলোড করতে হবে। একই সঙ্গে আবেদনকারী শিক্ষার্থী বা তার পিতা-মাতার ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর অনলাইনে আবেদনের সময় সঠিকভাবে উল্লেখ করতে হবে। ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে ব্যাংক স্টেটমেন্ট বা চেক বইয়ের পাতা আপলোড করা বাধ্যতামূলক। পিতা-মাতা উভয়ের অনুপস্থিতির ক্ষেত্রে অভিভাবকের বৈধ ব্যাংক হিসাব নম্বরও গ্রহণযোগ্য হবে।

সরকারের এ উদ্যোগে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসা ব্যয়ে বিপাকে পড়া শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুদানের আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের