মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে: আমীর খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
জাতীয় নির্বাচন নিয়ে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দেরি হলে দেশ গভীর সংকটে পড়বে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলেরই কিছু চাহিদা থাকতে পারে। তবে এসব চাহিদা পূরণের একমাত্র গণতান্ত্রিক উপায় হচ্ছে নির্বাচন। জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। এর বাইরে কিছু করলে গণতন্ত্র ব্যাহত হবে।’

আমীর খসরু বলেন, ‘রাজপথের পর্ব শেষ হয়েছে। এখন সময় জনগণের কাছে ফিরে যাওয়ার। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের সম্মতি ও ম্যান্ডেট নিয়ে এগোতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনসমর্থন ছাড়া কোনো কিছু করতে গেলে তা গণতন্ত্রের প্রতি অসম্মান। এতে সংবিধানকেও অবমাননা করা হয় এবং সমাজে বিভেদ সৃষ্টি হয়।’

আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অঙ্গীকার প্রকাশ করা হয়।

আমীর খসরু বলেন, ‘প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন। সরকারকেই এসব ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে এবং যার যেখানে যা দরকার, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের