বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

চীন ও ইউরোপকে প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু হতে হবে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
চীন ও ইউরোপকে প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু হতে হবে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল ও সংঘাতপূর্ণ। এমন সময়ে চীন ও ইউরোপকে প্রতিদ্বন্দ্বী নয়, বন্ধু হতে হবে এবং সহযোগিতার মাধ্যমে এগোতে হবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সম্প্রতি স্লোভেনিয়ার রাজধানী লুব্লিয়ানায় স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিস্থিতি বদলালেও চীন তার পররাষ্ট্রনীতিতে ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রেখেছে। 
তিনি জোর দিয়ে বলেন, "যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আর নিষেধাজ্ঞা কেবল পরিস্থিতিকে জটিল করে।" 

চীনের প্রস্তাবিত গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ জাতিসংঘের আহ্বান এবং বিশ্বের দেশগুলোর প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করেন ওয়াং। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের