বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

ফিলিং স্টেশন

স্টেশন থেকে ট্রাক চুরি, প্রতিবাদে ৬ ঘণ্টা অবরোধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
স্টেশন থেকে ট্রাক চুরি, প্রতিবাদে ৬ ঘণ্টা অবরোধ

জয়পুরহাটের আক্কেলপুরে পৌর এলাকার ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ট্রাক চালকরা বুধবার সকাল থেকে ফিলিং স্টেশন ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে ঘিরে অবরোধ করেন। এতে ছয় ঘণ্টাব্যাপী ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার আক্কেলপুর ফিলিং স্টেশন থেকে পার্কিং করা একটি ট্রাক চুরি হয়। এর প্রতিবাদে বুধবার সকাল ১০টা থেকে ট্রাক চালকরা কয়েকটি ট্রাক দিয়ে ব্যারিকেট দিয়ে ফিলিং স্টেশনটি অবরুদ্ধ করে রাখেন। তারা অভিযোগ করেন, অতীতেও এই ফিলিং স্টেশন থেকে পার্কিং করা ট্রাক থেকে ব্যাটারি ও অন্যান্য মালামাল চুরি হয়েছে। ফলে নিরাপত্তাহীনতায় ভোগা চালকরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ  করেন।

পরে বিকেল ৪টার দিকে পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। নিরাপত্তাকর্মী নিয়োগের আশ্বাসের পর চালকরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে ফিলিং স্টেশনে ছয় ঘণ্টা তেল সরবরাহ বন্ধ ছিল।

ট্রাক চালকদের সাথে কথা বলে জানা গেছে, নিরাপত্তাহীনতার কারণে তাদের ট্রাক থেকে বিভিন্ন মালামাল চুরি হয়েছে। সর্বশেষ গত রাতে এই ফিলিং স্টেশনে পার্কিং করা একটি ট্রাক চুরি হয়েছে। ফিলিং স্টেশনে নিরাপত্তা কর্মী নিয়োগ করার শর্তে অবরোধ সরিয়ে নেন তারা।

চুরি যাওয়া ট্রাকের মালিক মশিউর রহমান বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অবহেলার কারণে এখান থেকে আমার ট্রাক চুরি হয়েছে। এখানে কোনো নিরাপত্তাকর্মী তারা রাখেননি। এর আগেও এখান থেকে গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা করেছি।

ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, ট্রাক চুরির ঘটনাকে কেন্দ্র করে চালকরা অবরোধ করেছিল। প্রশাসনের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে আমি নিরাপত্তাকর্মী নিয়োগের আশ্বাস দিয়েছি। এরপর চালকরা অবরোধ তুলে নেয়।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. জিন্নাহ আল মামুন বলেন, ট্রাক চালক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে। ট্রাক চুরির ঘটনায় মামলা হয়েছে। চুরি যাওয়া ট্রাক উদ্ধারে অভিযান চলছে।

সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী বলেন, ট্রাক চুরির ঘটনায় চালকরা ক্ষুব্ধ হয়ে সকাল থেকে ফিলিং স্টেশনটি অবরোধ করে রাখে। আমরা পুলিশ প্রশাসনসহ চালক ও ফিলিং স্টেশন মালিকের সাথে বসে তাদের দাবি মেনে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে। তারা তাদের অবরোধ তুলে নিয়েছে। ফিলিং স্টেশনের তেল সরবরাহ এখন স্বাভাবিক আছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের