মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

Radio Today News

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন

আগামী বইমেলা কি ফেব্রুয়ারির আগেই?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Google News
আগামী বইমেলা কি ফেব্রুয়ারির আগেই?

প্রতি বছর অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসেই আয়োজন করার রীতি আছে। তবে বিভিন্ন কারণে এবার তা এগিয়ে ডিসেম্বর বা জানুয়ারি মাসে করার কথা ভাবছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। অন্যদিকে প্রকাশকরাও চাইছেন মেলা এগিয়ে আনা হোক। কেউ কেউ বলছেন মাসব্যাপী না করে ১৫ দিনের জন্য হোক।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই মতামত জানিয়েছেন। শফিক সাইফুল লিখেছেন, ‘বইমেলা এবার ফেব্রুয়ারির আগেই করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো সপ্তাহখানেকের মধ্যেই জানা যাবে।

ক্ষ্যাপা নামের পেজে লেখা হয়েছে, ‘ফেব্রুয়ারির আগেই এবার একুশে বইমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। কার কী অভিমত?’

বইনামা পেজে রাশেদুল হাসান লিখেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। ডিসেম্বর বা জানুয়ারিতে মেলা এগিয়ে আনার চিন্তা করছে বাংলা একাডেমি। তাই আর দেরি নয়, দ্রুত আপনার পাণ্ডুলিপি রেডি করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’

মনুষ্য দর্পণ পেজে লেখা হয়েছে, ‘প্রতি বছর ফেব্রুয়ারিতে আয়োজিত অমর একুশে বইমেলা এবার আগেভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে মেলা এগিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে করার প্রস্তুতি চলছে। প্রকাশকদের অনেকেই চান মেলা সময়ের আগেই শুরু হোক। আবার কেউ কেউ প্রস্তাব করেছেন মাসব্যাপী না করে ১৫ দিনের মধ্যে শেষ করার।’

পেজটিতে আরও বলা হয়, ‘বইমেলা সংশ্লিষ্টদের মতে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে, ফলে বইমেলায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণে ফেব্রুয়ারির আগেই মেলা আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছেন।’

সবশেষে লিখেছেন, ‘প্রকাশকরা মনে করছেন, ফেব্রুয়ারির পর বইমেলার স্বাভাবিক ‘আমেজ’ নষ্ট হয়ে যাবে। তাছাড়া তখন আবহাওয়াও মেলার জন্য অনুকূল না-ও থাকতে পারে। পাশাপাশি নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার দিকে গড়ানোর শঙ্কাও রয়েছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের