বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে বিক্ষোভের আশঙ্কা, প্রস্তুত নিউইয়র্ক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে বিক্ষোভের আশঙ্কা, প্রস্তুত নিউইয়র্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সফরকালে সম্ভাব্য বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে নিউইয়র্ক পুলিশ। তবে সে দেশে এ ধরনের কর্মসূচি ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। এতে অংশ নেওয়ার পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনীতিবিদ থাকছেন সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে। তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সফরকালে নিউইয়র্কে বিক্ষোভ হতে পারে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ধরে নেওয়া হচ্ছে সেখানে বিক্ষোভ হবে। তবে যুক্তরাষ্ট্রে এসব ঠেকানো সম্ভব নয়। নিউইয়র্ক পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।”

ড. ইউনূসের জাতিসংঘ সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, এই সফরে রোহিঙ্গা সংকট, গণতন্ত্র ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি এবং টেকসই উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হবে।

প্রধান উপদেষ্টার বৈঠকের সূচিতে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার পরিকল্পনা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের