বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

দূষণবিরোধী অভিযানে দেড় হাজার কেজি পলিথিন জব্দ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
দূষণবিরোধী অভিযানে দেড় হাজার কেজি পলিথিন জব্দ

পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এতে দেড় হাজার কেজির বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ, হাইড্রোলিক হর্ন ও কালো ধোঁয়াযুক্ত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, এবং অবৈধ বালু উত্তোলনসহ একাধিক পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনায় জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে সর্বমোট ২০টি মামলা করা হয় এবং ১ লাখ ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় বগুড়া, শরীয়তপুর ও ঢাকা মহানগরের চকবাজার, ইমামগঞ্জ, ছোট কাটরাঘাট ও সোয়ারিঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

এতে ২টি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১ হাজার ৫২৮ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে নোয়াখালী, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এতে ৫টি মামলার মাধ্যমে ৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া চালকদের সতর্ক করা হয়।

যানবাহনের মানমাত্রাতিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে মানিকগঞ্জ ও ঢাকার গুলশান এলাকায় ২টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৯টি মামলার মাধ্যমে ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন পরিবহন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে ঢাকার হাতিরপুল ও ধানমন্ডি এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে শরীয়তপুর জেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসারে নারায়ণগঞ্জ জেলায় পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে অবৈধভাবে পরিচালিত ১টি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে আনা হয় এবং প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ সুরক্ষা ও জনগণের স্বাস্থ্য রক্ষার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের