বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

এশিয়া কাপ গ্রুপ

এক ঘণ্টা পেছাল পাকিস্তান–আমিরাত ম্যাচ

প্রকাশিত: ২০:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
এক ঘণ্টা পেছাল পাকিস্তান–আমিরাত ম্যাচ

এশিয়া কাপ গ্রুপ ‘এ’–এর পাকিস্তান–আমিরাত ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে আটটায়)। কিন্তু নির্ধারিত সময় পার হলেও হোটেলে বসে ছিল পাকিস্তান টিম। দুবাইয়ে আজকের পাকিস্তান–আমিরাত ম্যাচ অনিশ্চয়তায় পড়ে যাওয়ার মূলে ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচ।

এর কারণ ছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান ম্যাচ। সে দিন টসের সময় এবং ম্যাচের শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়েরা। আর ভারতের এই হাত না মেলানোর ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ এনে তাকে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তা আমলে না নেওয়ায় পাকিস্তান দলের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন ওঠে।

পাকিস্তান টিম হোটেল থেকে মাঠে না যাওয়ায় গুঞ্জনটা সত্যি হওয়ার পথে ছিল। কিন্তু কিছুক্ষন পরে জানা গেল এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে নটায়। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর সাংবাদিকদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানো হয়েছে।

অবশ্য খেলার শুরুর সময় পেছানোর সিদ্ধান্ত কে নিয়েছেন বা কীভাবে অনুমোদন হয়েছে, সে সম্পর্কে কিছু বলেননি পিসিবি মুখপাত্র। বর্তমান পিসিবিপ্রধান একইসঙ্গে এসিসিরও সভাপতি।

এরপরই টিম হোটেল থেকে বেরিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সালমান আগাদের বহনকারী টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পাকিস্তান দলকে মাঠে যেতে বলা হয়েছে জানিয়ে টুইট করেছেন মহসিন নাকভিও।

পক্ষপাতিত্বের অভিযোগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডপ্রধান মহসিন নাকভি নিজেই এক্সে তা জানিয়েছিলেন। বার্তা সংস্থা পিটিআই সূত্রের বরাতে জানিয়েছে, পিসিবির পাইক্রফটকে অপসারণের দাবি আমলে নেয়নি আইসিসি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড আরেকটি মেইল পাঠিয়েছে। এটিও আইসিসি প্রত্যাখ্যান করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের