শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫,

২৯ ভাদ্র ১৪৩২

Radio Today News

জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

Google News
জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের

অধিনায়ক লিটন দাসের অর্ধশতকে সংযুক্ত আরব আমিরাতে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে টাইগার শিবির। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস।

নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রানে থামে হংকংয়ের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বেশ আয়াসী ভঙ্গিতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এই ম্যাচে লিটন দাস টাইগারদের হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন এবং দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। এটি লিটনের টানা দ্বিতীয় অর্ধশতক। সর্বশেষ ডাচদের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি তিনি। দল যখন মাত্র জয় থেকে মাত্র ২ রান দূরে ছিলো তখন হংকংয়ের আতিক ইকবালের বলে বোল্ড হন তিনি।

আন্তর্জাতিক টি২০ তে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কার মালিক লিটন। হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রানে থামে এই ডানহাতি ব্যাটারের ইনিংস। 

২০১৪ সালে ঘরের মাঠে টি২০ বিশ্বকাপে প্রথম দেখায় ২ উইকেটের পরাজয় দেখেছিলো বাংলাদেশ। চট্টগ্রামে হারার সেই প্রতিশোধ ১১ বছর পর আবুধাবিতে নিলো বাংলাদেশ। এর আগে আবুধাবিতে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যাটিংয়ে নেমেছিলো হংকং। তবে তা আর হয়ে ওঠেনি। আফগানিস্তানের পর এবার বাংলাদেশের কাছেও হারলো তারা। তাতে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত। চার-ছক্কার এই যুগে তাদের স্কোরটা একদম খারাপ না হলেও জয়ের জন্য পর্যাপ্ত ছিলো না।

তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা হংকংকে বড় স্কোর দাঁড় করাতে দেননি। মিতব্যায়ী বোলিংয়ে ১৪৩ রানে হংকংকে থামিয়েছেন তারা। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ-তানজিম সাকিব-রিশাদ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের