বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৭ সেপ্টেম্বর ২০২৫,

২ আশ্বিন ১৪৩২

Radio Today News

বিশ্ব বাণিজ্যকে পুরোপুরি বদলে দেবে এআই: বিশ্ব বাণিজ্য সংস্থা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

Google News
বিশ্ব বাণিজ্যকে পুরোপুরি বদলে দেবে এআই: বিশ্ব বাণিজ্য সংস্থা

ব্যয় হ্রাস ও উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে ২০৪০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বৈশ্বিক বাণিজ্যের মূল্য প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বুধবার এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ বার্ষিক বিশ্ব বাণিজ্য প্রতিবেদনে ডব্লিউটিও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র তার বাণিজ্য অংশীদারদের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়লেও এআই অল্প কিছু ইতিবাচক সম্ভাবনার একটি দিক হিসেবে দাঁড়িয়েছে।

প্রতিবেদনটি উপস্থাপনার সময় ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি অকনজো-ইওয়েলা বলেন, ‘বাণিজ্য খরচ কমানো এবং পণ্য ও সেবার উৎপাদন পুনর্গঠন করার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এআই।

তিনি আরো জানান, ডব্লিউটিওর সিমুলেশনগুলোর ভিত্তিতে দেখা গেছে, এআই ব্যবহারের ফলে বর্তমান প্রবণতার তুলনায় পণ্য ও সেবার রপ্তানি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এ প্রযুক্তি যেমন শ্রমবাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তেমনি যথাযথ নীতিমালা না থাকলে নিম্ন-আয়ের দেশগুলো এ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।

অকনজো-ইওয়েলা বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এআই কি সবার জন্য সমান সুযোগ তৈরি করবে, নাকি এটি বিদ্যমান বৈষম্য ও বর্জন আরো গভীর করবে।’

ডব্লিউটিওর অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, যদি নিম্ন-আয়ের দেশগুলো ডিজিটাল বৈষম্য দূর করতে ব্যর্থ হয়, তবে ২০৪০ সালের মধ্যে তাদের আয় মাত্র আট শতাংশ বাড়বে, যেখানে উচ্চ-আয়ের দেশগুলোর আয় বাড়বে ১৪ শতাংশ।

তবে যদি তারা ডিজিটাল অবকাঠামোগত ঘাটতি ৫০ শতাংশ কমাতে পারে এবং এআই ব্যাপকভাবে গ্রহণ করে, তবে তারা উচ্চ-আয়ের দেশগুলোর সমান প্রবৃদ্ধি অর্জন করতে পারবে।
ডব্লিউটিও মহাপরিচালক বলেন, ‘সঠিক বাণিজ্য, বিনিয়োগ ও পরিপূরক নীতির সমন্বয় থাকলে এআই সব অর্থনীতিতেই নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে।’

একই সময়ে ডব্লিউটিও দেখতে পেয়েছে, এআই সম্পর্কিত পণ্যের বাণিজ্যে দেশগুলো ক্রমবর্ধমান হারে বিধি-নিষেধ আরোপ করছে। গত বছর প্রায় ৫০০টি সীমাবদ্ধতা কার্যকর ছিল, যার বেশির ভাগই উচ্চ ও মধ্যম আয়ের দেশগুলো আরোপ করেছে।

তুলনায় ২০১২ সালে এ ধরনের বিধি-নিষেধের সংখ্যা ছিল মাত্র ১৩০।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের